Tuesday, September 26, 2023
Homeআজকের শীর্ষ সংবাদ১১ বছরে প্রথমবার যুক্তরাজ্যে বাড়ির দাম কমল

১১ বছরে প্রথমবার যুক্তরাজ্যে বাড়ির দাম কমল

গত ১১ বছরে এই প্রথম বাড়ির দাম কমেছে যুক্তরাজ্যে। এই খবর জানা গেছে ঋণদাতা প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের প্রকাশ করা উপাত্ত থেকে। দেশটিতে ক্রমবর্ধমান ঋণের খরচ ক্রেতাদের প্রভাবিত করছে। খবর আল জাজিরা।

বুধবার হ্যালিফ্যাক্স বলেছে, আগের বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে সম্পত্তির গড় মূল্য ১ শতাংশ কমে যায় এবং যা আগস্টের সর্বোচ্চ থেকে ৭ হাজার ৫০০ ডলার কম।

হ্যালিফ্যাক্সের বন্ধকি বিভাগের পরিচালক কিম কিনায়ার্ড বলেন, উচ্চ সুদের হার বাড়ির দামের ওপর চাপ বাড়াতে পারে।

এক বিবৃতিতে তিনি বলেন, এই বছরের প্রথম ত্রৈমাসিকে হাউজিং মার্কেটে আমরা যে সংক্ষিপ্ত উত্থান দেখেছি, তা ম্লান হয়ে গেছে, উচ্চ সুদের হারের প্রভাব ধীরে ধীরে পরিবারের বাজেটে এবং বিশেষ করে স্থির হারে বন্ধক সংক্রান্ত চুক্তির সমাপ্তি ঘটছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments