জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালের উপজেলার কালির বাজারে ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত যুবদলের কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন চাখার ইউনিয়ন বি এন পির নব নির্বাচিত কমিটির সভাপতি, চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চাখার সরকারী কলেজের সাবেক ভিপি জনাব ইদ্রিস আলী সরদার।
চাখার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মিজান তালুকদা’র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
চাখার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কুদ্দুস সরদার’র সঞ্চালনায় অনুষ্ঠিতব্য কর্মী সভায় শুভেচ্ছা বক্তব্য ও চাখার যুবদলের নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও চাখার যুবদলের সদস্য সচিব মজিবুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করে বানারীপাড়া থানা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক সেলিম হোসেন, ইউনিয়ন বি এন পি নেতা আনোয়ার হোসেন, চাখার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কবির সরদার।
বক্তৃতায় নেতারা বলেন, বানারীপাড়া উজিরপুরের রাজনৈতিক নেতা, বি এন পির কান্ডারী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের ছায়া তলে বানারীপাড়া বি এন পি, যুবদল মাঠে থেকে সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
তারা আরো বলেন, স্বচ্ছতার ভিত্ত্বিতে সকল কমিটি দেয়ায় রাজনৈতিক নেতা, বি এন পির কান্ডারী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর প্রতি আন্তরিক কৃতজ্ঞ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, চাখার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু সাইদ, যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক সরদার, শাহিন মোল্লা, ইউনুচ খা, খলিলুর রহমান, নিপু, সুলতান হোসেন, ১ নং ওয়ার্ড বি এন পির সভাপতি আলমগীর হোসেন হাং, ২ নং ওয়ার্ড বি এন পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জব্বার ঢালী, ৭ নং ওয়ার্ড বি এন পির সভাপতি মুসান হাং, ৪ নং ওয়ার্ড বি এন পির সাধারন সম্পাদক কুদ্দুস ফকির, ৬ নং ওয়ার্ড বি এন পির সাধারন সম্পাদক আম হাই, চাখার ইউনিয়র ছাত্রদলের সভাপতি হ্দয় খান, সাধারন সম্পাদক শাকিল তালুকদার, সরকারী চাখার কলেজ শাখার যুগ্ন আহবায়ক হাফিজুলসহ বি এন পি, শ্রমিক দল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। চাখার ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে চাখার ইউনিয়ন বি এন পির নব নির্বাচিত কমিটির সভাপতি ইদ্রিস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরন করে।