এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ইরানের ক্লাব পারসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে তারা।
তেহরানের আজাদি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে আল নাসর। ম্যাচের ১০ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরালো হেড ফিরিয়ে দেন পারসেপোলিস গোলরক্ষক। গোলশুন্য বিরতিতে যায় দু’দল।
বিরতির পর সিআরসেভেনকে ফাউল করে লাল কার্ড দেখেন সারলাক। ১০ জনের দলে পরিণত হয় পারসেপোলিস। এরপর আত্মঘাতী গোল করে বসেন দলটির ডিফেন্ডার এসমেইলিফার। ৭২ মিনিটে মোহাম্মদ কাসিম গোল করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল নাসরের।
এদিন রোনালদো দারুণ এক মাইলফলকের দেখা পেয়েছেন। এ নিয়ে ১০০০ পেশাদার ম্যাচে অপরাজিত রইলেন সিআরসেভেন। এর মধ্যে নিজ দলের হয়ে জয় পেয়েছেন ৭৭৬টি ম্যাচ এবং ড্র করেছেন ২২৪ ম্যাচ।