Thursday, November 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদলন্ডনে সাউন্ডটেকের ষষ্ঠ গোল্ডকাপ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লন্ডনে সাউন্ডটেকের ষষ্ঠ গোল্ডকাপ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লন্ডন অফিস: বৃটেনের জনপ্রিয় ও প্রাচীন ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে আয়োজিত ষষ্ঠ ক্যারম গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় হয়েছে। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্টিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যতম উদ্যোগতা মোঃ সোনাহর আলী রিংকু।

সাউন্ডেক ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ বক্ত চৌধুরী। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিল এর সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, পপলার ক্যারম একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সুমন আহমদ, ক্যারম জগতে বারবার চ্যাম্পিয়ন খেলোয়াড় মাজহারুল ইসলাম মুন্না প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাশেদ আলী তালুকদার।

প্রাণবন্ত অনুষ্ঠানে বিশাল ক্যারম প্রেমি দর্শকের উপস্থিতিতে চূড়ান্ত ফাইনাল খেলায় ফারুক ও রাসু কে ২ –০ গেইমে পরাজিত করে লিটন ও দিপু জুটি ষষ্ঠ আসরের গোলডকাপ বিজয়ী হন, খেলায় অংশ গ্রহণকারি সকল প্লেয়ার ও বিজয়ীদের অভিনন্দন ও
ধন্যবাদ জানানো হয় ক্লাবের পক্ষ থেকে, যুক্তরাজ্যে এত বড় ক্যারম টুর্নামেন্ট গত ২০১৮ সাল থেকে প্রতি বছর নিয়মিত আয়োজন করে যাচ্ছেন ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান খান সোজা, তিনি স্টেন্ডিং ক্যারাম কে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, যুক্তরাজ্যে বসবাসকারী এমন কোন খেলোয়াড় নেই যে এই সাউন্ডটেক এ খেলেননি।

উক্ত গোল্ডকাপে প্রথম থেকে চতুর্থ স্থান পর্যন্ত নগদ অর্থ ও সেরা ট্রফি প্রদান করা হয়, যাহা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ টাকা, আর যারা আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তাদের এক বছরের জন্য হোল্ডিং টৃফি ২১ কারেন গোলড * যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকার উপরে, নিজের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এর আয়োজন। ক্যারাম খেলাকে ভালোবাসেন বলেই আব্দুর রহমান খান সোজা প্রতি বছর এই বিশাল আয়োজন করে থাকেন এবং আগামীতে এভাবে অব্যাহত রাখার চেস্টা করবেন বলে তার সমাপনী বক্তব্য রাখেন।

সাউন্ডটেক কেরেম ক্লাব ইউ কে নতুন কার্যকরী কমিটি সকল অতিথিরা ক্লাবের কর্ণদার আব্দুর রহমান খান সুজার প্রসংশা করেন এবং তার এই উদ্যোগ স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান, অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ ঘরুয়া পরিবেশে খাবারের আয়োজন করা হয়, সুজার পরিবেশনায় সুস্বাদু ও রুচিকর খাদ্যের সমাহার ছিল, এমন আয়োজনে অতিথিরা সহ কেরাম সদস্য বৃন্দ প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments