Thursday, December 7, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশচট্টগ্রামবৈরী আবহওয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কক্সবাজারে শেষ হলো দুর্গোৎসব

বৈরী আবহওয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কক্সবাজারে শেষ হলো দুর্গোৎসব

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে সমুদ্র ছিল উত্তাল। সন্ধ্যায় শুরু হয় প্রবল বৃষ্টি। এরই মধ্যে প্রতিমা বিসর্জন হলো পর্যটন শহর কক্সবাজারে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা।

আয়োজকেরা জানান, কক্সবাজারে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এবার ১৫১টি মণ্ডপের দুই শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

একই সময়ে কক্সবাজারের রামুর বাঁকখাল নদী, চকরিয়ার মাতামুহুরী, টেকনাফের সাগর, নাফনদী, উখিয়ার ইনানী সৈকত ও রেজুনদীতে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে আজ বিকেল সাড়ে ৩টা থেকে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে উখিয়া, টেকনাফ, কক্সবাজার সদর, ঈদগাঁও, চৌফলদণ্ডী ছাড়াও নাইক্ষ্যংছড়ি থেকে শোভাযাত্রা নিয়ে সনাতম ধর্মের বিশ্বাসীরা প্রতিমা বিসর্জন দিতে আসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments