Wednesday, December 6, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeধর্মবেসরকারি হজ প্যাকেজে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৮৯ হাজার

বেসরকারি হজ প্যাকেজে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৮৯ হাজার

২০২৪ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সরকারি প্যাকেজের তুলনায় ১০ হাজার ৯৬০ টাকা বেশি খরচ পড়বে এই প্যাকেজে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে একটি হোটেলে হজ প্যাকেজের বিস্তারিত জানান হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

তিনি জানান, আগামী বছর সাধারণ হজ প্যাকেজে খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের খরচ পড়বে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

হাবের সভাপতি জানান, গত বছরের তুলনায় এবারের সাধারণ প্যাকেজ ৮৩ হাজার ২০০ টাকা কম। এ দু’টি প্যাকেজের বাইরেও এজেন্সি মালিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মুসল্লিদের চাহিদা মতো আরও বিশেষ সুবিধার প্যাকেজ করার সুযোগ রয়েছে।

এরই মধ্যে বিমান ভাড়া কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও জানান শাহাদাত হোসেন। বিমান ভাড়া কমলে প্যাকেজের মুল্য আরও কমবে বলে জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন সৌদি আরব যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments