বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি না আসলেও অন্য দলগুলো ঠিকই ভোটে আসবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় নির্বাচনী ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না বলেও মন্তব্য মন্ত্রী। বলেন, ভোট ছাড়া গণতান্ত্রিক সরকারকে পরাজিত করার আর কোনো উপায় নেই।