Thursday, December 7, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদতাহিরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

তাহিরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে অত্র ইউনিয়নে কর্মরত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে পরিষদের হলরুমে চেয়ারম্যান মাসুক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

সভায় দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রজনীলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও হুমায়ুন আজাদের যৌথ সঞ্চালনায় এসময় শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নুরুল হক, সমাজকর্মী আবুল হোসেন, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য নোয়াজ আলী প্রমূখ।

এসময় শিক্ষার মানোন্নয়নে নানান প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তব্য রাখেন খাসতাল সপ্রাবি প্রধান শিক্ষক শাহআলম, মাহারাম সপ্রাবি প্রধান শিক্ষক খাদিজা নার্গিস, কুকুরকান্দি বদরপুর সপ্রাবি প্রধান শিক্ষক হীরা মিয়া প্রমূখ।

সভায় বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়ামানুবর্তিতা ও আন্তরিকতার পাশাপাশি এ অঞ্চলের অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানিয়ে পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, এ অঞ্চলের শিক্ষার হার আগের চেয়ে অনেক এগিয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্টানগুলোতে কালচারাল বিষয়ে শিশু-কিশোরদের আরও বেশি উৎসাহ দিতে শিক্ষদের পরামর্শ দেন।

সভা শেষে বড়দল উত্তর ইউনিয়নে কর্মরত সকল প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ ৯২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments