Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকগাজায় জাতিসংঘ পরিচালিত দু’টি স্কুলে বোমা হামলা, নিহত ৮২

গাজায় জাতিসংঘ পরিচালিত দু’টি স্কুলে বোমা হামলা, নিহত ৮২

গাজায় এবার ইসরায়েলি তাণ্ডবের শিকার হলো জাতিসংঘ পরিচালিত দু’টি স্কুল। বোমা হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮২ জনের।

রবিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া শরণার্থী শিবিরের আল ফাখুরা ও তাল আল জাতারে চালানো হয় এ হামলা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল ফাখুরা স্কুলে নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। অপর স্কুলে প্রাণ গেছে অন্তত ৩২ জনের। বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলো ভবনগুলোয়। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে থাকতে পারে আরও অনেকে মানুষ।

এদিকে, জাবালিয়ায় বিধ্বস্ত ভবনের ছবি প্রকাশ করেছে স্কুল দু’টির পরিচালক ইউএনআরডাব্লিউএ। পরিস্থিতি ভয়াবহ বলে আখ্যা দেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments