Thursday, December 7, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিদলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশনের: চুন্নু

দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশনের: চুন্নু

রওশন এরশাদ একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার তার নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেন, জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের মালিক একমাত্র জি এম কাদের।

রবিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভাজন নেই। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন এমনিই চিঠি দিয়েছেন। না বুঝে দিয়েছেন।’

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘রওশন এরশাদ কার সঙ্গে কী আলাপ করলেন সেটা আমরা আমলে নিচ্ছি না।’

নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তের প্রসঙ্গ উঠলে চুন্নু বলেন, ‘বিধিবদ্ধ সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো। সঠিকভাবে নির্বাচন হলে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।’

এ সময় জাতীয় পার্টি কোনো জোট বা মহাজোটে যোগ দেবে না বলেও জানান মহাসচিব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments