Wednesday, June 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাইন্টারের ঘাড়ে জুভেন্টাসের নিঃশ্বাস

ইন্টারের ঘাড়ে জুভেন্টাসের নিঃশ্বাস

ইন্টার মিলানকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না জুভেন্টাস। ইতালিয়ান লিগে ইন্টার শীর্ষে বসে থাকলেও তাদের ঠিক পেছনেই আছে তুরিনের ওল্ড লেডিরা।

গত রাতে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে ইন্টারের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে জুভেন্টাস। ২০ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৫১। আর জুভেন্টাসের ৪৯।

তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে দুই অর্ধেই দাপট ছিল জুভেন্টাসের। ১৫তম ও ৩৭তম মিনিটে দুই গোল করে জুভেন্টাসকে চালকের আসনে বসান সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ।

সাসুলো অবশ্য ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৮৯তম মিনিটে তৃতীয় গোল হজম করে দলটি। জুভেন্টাসের ব্যবধান বাড়ান ফেদেরিকো চিয়েসা।

এ নিয়ে টানা চার ম্যাচে গোলে অবদান রেখেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। তিন গোলের পাশাপাশি করেছেন দুইটি অ্যাসিস্ট।

এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল জুভেন্টাস।

সূত্র: এএফপি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments