পল্টন থানার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও ৮ মামলার জামিন সংক্রান্ত শুনানি আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ধার্য করেছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের এই আদেশ দেন।
অন্যদিকে, আমীর খসরুর বিরুদ্ধে হওয়া রমনা ও পল্টন মডেল থানার পৃথক আট মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেনের আদালতে গ্রেফতার ও জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। তবে, এদিন আমীর খসরুকে আদালতে হাজির করা হয়নি। এ জন্য শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।