বিএনপি এখন স্বপ্ন দেখছে কখন ভিসানীতি প্রয়োগ হবে। কখন ভিসা নিষেধাজ্ঞা আসবে। এ জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আবার নতুন দাবির জন্য অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর। যে ট্রেন চলছিল, সেটা বন্ধ হয়ে গেছে। নতুন ট্রেন চলবে ৫ বছর পর। সে সময় পর্যন্ত বিএনপিকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।
বিএনপির উচু থেকে নিচু, সব স্তরে চরম হতাশা বিরাজ করছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তাই দেশের জনগণকে হতাশাগ্রস্তদের এড়িয়ে চলার আহ্বান জানান।
এ সময় বিএনপি’র কমিটিকে ‘জাম্বু জেট’ বলে উল্লেখ করেন তিনি।