লন্ডন অফিস: বৃটেনে বসবাসরত সিলেট সিটি প্রবাসীদের সংগঠন সিলেট সিটি ক্লাব ইউকের ১৩তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গত সোমবার ২২শে জানুয়ারী সন্ধ্যা ছয়টা থেকে পূর্ব লন্ডনের রিজেইন্ট লেক ব্যাংকুউটিক হলে এক ঝাকজমকপুর্ণ পরিবেশে বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয় ৷
দুই পর্বের এই অনুষ্ঠানে প্রথম পর্বে ছিলো পরিচিতি পর্ব এবং আলোচনা সভা।
গ্রেটার বালুচর ইউকের সা:সম্পাদক আবুল হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের সাথে শুরু হওয়া ১ম পর্বে ক্লাবের সভাপতি আবুবকর ফয়েজী সুমন-এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়।
অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন পর্যায়ক্রমে সাবেক সভাপতি বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন এর জনাব আব্দুল মুনিম ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, জনাব আব্দুর রাজ্জাক, উপদেষ্টা সিলেট সিটি ক্লাব ইউকের জনাব সামসুজ্জামান সাবুল, শাহিন আহমদ শাহিন,জিয়ার আহমদ,মাশুক আহমদ,দেলোয়ার হোসেন,নাজমুল হক সাদিক, রুনু মিয়া, সিটি অটোর কর্ণধার জনাব রহিম বেগ,সিটি ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, সিটি ক্লাবের সহ সভাপতি যথাক্রমে সেলিম আহমেদ,শাহনাজ আহমেদ,জাভেদ ইকবাল,আশরাফ গাজি,শিপার আহমেদ বাবলা, আতিকুর রহমান পাপ্পু শহিদুল ইসলাম মামুন,ছালেহ গজনবী।
আরও বক্তব্য রাখেন শাহিন মোস্তফা, জহির উদ্দিন লাকি,আহাদ চৌধুরী বাবু,ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়ামুর রহমান রুবেল, তপু শেখ,সুজাত আহমেদ,মিজান আহমেদ,মহান চৌধুরী,সালাউদ্দিন মামুন, এলাহি বক্স এনাম,আব্দুর কাদির সমসু,মীর জিলহাদ উদ্দিন জিলাদ ,আমির খছরু,নাসিম চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ রহিম বাপন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ আসাদ হক,আনজুম আলম,সৈয়দ সুহেল আহমদ,মশিউর রহমান সুহেল,আসাদুজ্জামান আহমেদ ,কামাল আহমেদ,কামাল চৌধুরী আব্দুল মুকিত,, কিরন চৌধুরী, রুবিল হোসেন, খছরুজ্জামান খছরু,শামসুল আলম জিহাদ,রাজিব আহমদ,মোস্তাক আহমদ,নাসিম আহমদ,আফরোজ মিয়া,জাকির হোসেন ফাহিম, জুয়েল আহমদ,পাবেল,মাছুম, মুরাদ,শাহিন সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং অতিথিবৃন্দ।
নৈশ ভোজের পর, সিলেটের জনপ্রিয় গান ‘সুরমা নদীর তীরে’ গান দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু তারপর গান পরিবেশন করেন বৃটেনের আরেক পরিচিত মুখ শায়েখ সওদাগর, তার পর পর্যায়ক্রমে গান দিয়ে মাতিয়ে রাখেন অতিথি শিল্পীরা, গিটারের সুর,ড্রামের তাল, দর্শকদের নাচ আর করতালিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় হলের কোনায় কোনায়, ছোট বড়ো সবাই এক ফ্লোরে, এযেনো “তীর হারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে,আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি,শক্ত করে রে”।
পরিশেষে,সৈয়দ সুহেলের পরিবেশনায় সিলেট সিটি ক্লাবের ১৩তম বার্ষিকীরকেক কাটা হয় সবাই কে নিয়ে,পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সা:সম্পাদক তোফায়েল বাসিত তপু এবং তার সাথে যৌথ ভাবে উপস্থাপনা করেন,শহিদুল ইসলাম মামুন,এবং তপু শেখ।
বাংলাপেইজ /এএসএম