বিশ্বনাথ প্রতিনিধি: ইসলামী শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি, ইসলামী চিন্তাচেতনাকে আকড়ে ধরে অচিরেই অভিষ্ট লক্ষে পৌছে যাবে সিলেটের বিশ্বনাথের কাদিপুর, কালিগঞ্জ বাজারের হযরত আবু হুরায়রা (রা:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।
মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়। এতে দেশ বরণ্য উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন। মাদ্রাসার ওয়াজ মাহফিলে এলাকার জিন্দা মুর্দা, প্রবাসীদের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
মাদ্রাসাটি ২০০৮ সালের পহেলা জানুয়ারী প্রতিষ্ঠার পর থেকে প্রবাসীসহ সকলের সহযোগীতায় অনেক দূর এগিয়ে যাচ্ছে বিশ্বনাথের হযরত আবু হুরায়রা (রা:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।
বিশ্বনাথ দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নু’মান আহমদ, হযরত আবু হুরায়রা (রা:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কাছা মিয়া, সহ সভাপতি আব্দুল মুমিনের যৌথ সভাপতিত্বে ও হযরত আবু হুরায়রা (রা:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো. আবুল কাশেম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রা:) সুযোগ্য নাতি, বাংলাদেশ জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য দেন মিয়ার বাজার আলিম মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওলানা মো. আব্দুল মুক্তাদির খান। প্রধান আকর্ষণ মোহনা টিভির ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি বদর উদ্দিন আল আমিন নেত্রকোনা।
আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা হাবিবুর রহমান, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা সুপার হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী, কাইরঘাট দাখিল মাদ্রাসা সুপার হযরত মাওলানা আবুল কালাম, মাইজগ্রাম দাখিল মাদ্রাসা সুপার হযরত মাওলানা লুৎফুর রহমান, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন, বিশ্বনাথ দারুল উলূম ইসলামিয়া কামিল মাদ্রাসা সহকারী শিক্ষক হযরত মাওলানা আব্দুল মুছাব্বিরসহ স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।
বাংলাপেইজ/এএসএম