হরতাল-অবরোধে আগুনসন্ত্রাস প্রতিরোধ ও জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের যেকোনো জরুরি প্রয়োজনে এ বাহিনী অবদান রেখে চলেছে বলেও জানান।
সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি। বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দেশকে রক্ষা করতে চায়। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে সরকার। এসব বিষয়ে আনসার বাহিনীকে তাদের দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা।
সরকারপ্রধান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে। তাই দেশের প্রতিটি বাহিনী স্মার্টবাহিনী হিসেবে গড়ে উঠবে। দেশের প্রতিটি গ্রামকে নিরাপদ এবং স্মার্ট গ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আইকে/ বাংলাপেইজ