বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণের মুখে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩৩০ বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ইনানী নৌবাহিনী জেটিঘাত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আইকে/ বাংলাপেইজ