সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোয়া আটটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। আর বেরিয়ে আসেন সাড়ে নয়টায়।
এ সময় বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক চলে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচন এবং মির্জা ফখরুলের কারামুক্তির পর দুই নেতার মধ্যে এটিই প্রথম সাক্ষাৎ।
সাড়ে তিন মাস পর জামিনে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকার পতনের দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীতে ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পরদিনই গ্রেফতার হন তিনি। এরমধ্যে চব্বিশের ভোটের সময় কারাগারে দিন কাঠিয়েছেন বিএনপির এ নেতা
আইকে/বাংলাপেইজ