ভোনোভিয়া রুহরস্টেডিয়ামে, বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে বোচুম। ৩ ম্যাচ পর জয়ের দেখা পেলো দলটি। আর, লিগে টানা দ্বিতীয় ম্যাচ হারল বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বায়ার্ন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে গোলডটকম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ১৪ মিনিটেই মুসিয়ালার গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে, ম্যাচের ৩৮ মিনিটে দলের জাপানিজ তারকা আসানোর গোলে সমতায় ফেরে বোচুম। প্রথমার্ধের শেষ দিকে কেভেনের গোলে লিডও পেয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন।
তবে, স্বাগতিকদের এক খেলোয়াড়কে ডি-বক্সে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন বায়ার্নের দায়োত উপামেকানো। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি এই ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বোখুমের মিডফিল্ডার কেভিন স্টোগার। ম্যাচের ৮৭ মিনিটে হ্যারি কেইন এক গোল শোধ দেন। তবে, হয়নি শেষ রক্ষা। ৩-২ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
আইকে/বাংলাপেইজ