হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪২ পিছ ফয়েল পেপারসহি এক যুবককে আটক করেছে লালপুর নৌ-পুলিশ।
পুলিশ জানায়,সোমবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে লালপুর নৌ-পুলিশ খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের মন্নানঘাট বাজার এলাকায় মাদক বিরোদী অভিযান চালিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪২ পিছ ফয়েল পেপারসহ এক যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইনুদ্দিন (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাে. মিজানূর রহমান।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস যুগান্তরকে জানান, উপজেলার লালপুর নৌ পুলিশ মান্নানঘাট এলাকা থেকে ৫২ পিছ ইয়াবাসহ এক যুবক আটক করে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলা নং-০৯,তারিখ-২৬.০২.২৪