হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ” স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার আধিকার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো,মাসুদ রানা।
অন্যানদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা প্রকৌশলী মো,আব্দুল মালেক মিয়া,বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,উত্তর ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ রায়,ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ সচিব কংকন, বেহেলী ইউনিয়ন পরিষদ সচিব,ইউপি সদস্য মুজিবুর রহমান, ছমির আলী, মানিক মিয়া প্রমুখ।