এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ টি গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে বিক্রয় করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক সংকর দীপুর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, ধর্মপাশা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ টি মেহগনি গাছ কেটে বিক্রয় করা হয়। ক্রেতা গাছ কেটে নিয়ে যাওয়ার সময় প্রশাসনের অনুমতি ছাড়া গাছগুলো কেটে বিক্রয় করা হয়েছে বিষয়টি গ্রামবাসী জানার পর কাটা গাছের তিনটি (টুম) বিদ্যালয়ের পাশে পড়ে থাকতে দেখা গেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শংকর দীপু বলেন, বিদ্যালয়ের গাছের ডাল কাটার কথা ছিল, ভুলক্রমে গাছ কাটা হয়ে গেছে। কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি জানান তিনি।
বিদ্যালয়ের সভাপতি জিয়া উদ্দিন মিন্টু বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য এক সাথে আলোচনা সাপেক্ষে গাছ কেটে বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গাছ কাটার বিষয়ে প্রশাসনের অনুমতি নেয়া হয়নি। গাছ বিক্রয়ের টাকা ম্যানেজিং কমিটির কোষাগারে রাখা হবে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটা হয়েছে শুনেছি। গাছ কাটার পর প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে। কর্তৃপক্ষের কোন অনুমতি নেয়া হয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।