লা লিগায় গত শনিবার গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে জিরোনাকে তিনে নামিয়ে শীর্ষ দুইয়ে উঠেছিল বার্সেলোনা। তবে দুই দিনের ব্যবধানে জায়গা হারালো স্প্যানিশ জায়ান্টরা। ভায়েকানোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে নিজেদের জায়গা ফের দখল করে নিয়েছে জিরোনা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রায়ো ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকা সেভিওর শেষ সময়ের জোড়া গোলে ৩-০ গোলে জয় পেয়েছে জিরোনা।
এদিন ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ করতে থাকে জিরোনা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৫২তম মিনিটে ভিক্টর সায়ড়গানকোভের গোলে এগিয়ে যায় জিরোনার। গোল হজমের পর ম্যাচের ৭৬তম মিনিটে পেপ চাভারিয়া লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়েকানা।
এই দুর্বলতার সুযোগে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায় তারা। অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জিরোনা।
এই জয়ে ২৬ ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। একই সমান ম্যাচ খেলে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫।
আইকে/বাংলাপেইজ