Sunday, March 16, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল। এছাড়া এ মামলার আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এর আগে, রোববার (৩ মার্চ) সকাল ১০টার দিকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এছাড়া, গ্রামীণ টেলিকমের আরও তিন আসামি জামিন আবেদন করেন। এদিন ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশন, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের পর্যবেক্ষকরা আদালতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন ড. ইউনূসসহ চারজন আসামি। পরে আপিলটি শুননির জন্য গ্রহণ করেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আপিল ট্রাইব্যুনাল। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যায় কলকারখানা ও পরিদর্শন অধিদফতর। যার রুল শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি ড. ইউনূসসহ ৪ আসামির ৬ মাসের কারাদণ্ড রায় দেন আদালত। এছাড়া এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ারও নির্দেশ দেন শ্রম আদালত।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments