হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার লক্ষী রাণী দাস।
শুক্রবার সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার মো.আলা উদ্দিনের সভাপতিত্বে ও নারী নেত্রী শাহানা আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিভি কর্মকর্তা শ্রীকান্ত শাহা, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, নারী বীর মুক্তিযোদ্ধা দিপশ্রী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়েশা খানম, সহ সভাপতি মাধবী পাল চৌধুরী, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদিকা মারজানা ইসলাম শিবনা, মাধবী রায় চৌধুরী প্রমূখ।