নিজস্ব প্রতিবেক: বিশ্বনাথ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গাউস আলী এবং সাধারণ সম্পাদক লিলু মিয়ার গ্রেফতারের তীব্র নিন্দা ও এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী’র অনুজ এম আসকির আলী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ন্যায় বিচার, মানবতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম বাংলাদেশে চলছে, সেই নিয়ম তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের মতো বিশ্বনাথেও বিএনপি নেতা গাউস আলী এবং লিলু মিয়া দেশ,জাতি এবং জনগণের কল্যাণের পক্ষে কথা বলেছিলেন বলে সম্পূর্ণ অন্যায় ভাবে।
তাদের উপর মিথ্যা মামলা দায়ের করে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে অবিলম্বে বিএনপি নেতা গাউস আলী এবং লিলু মিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং সকল অন্যায় মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
বাংলাপেইজ/এএসএম