এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় আজ ২৬ মার্চ ২০২৪ সকাল ৭:৩০ মিনিটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে ভূট্টা মাড়াই যন্ত্র বিতরণ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামিম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আহমেদ মুরাদ, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সদর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি তুঘলক আহমেদ, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলি আকবর, লুৎফর রহমান উজ্জ্বল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ২২টি কৃষক গ্রুপের মধ্যে ভূট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
অত্র উপজেলায় এবছর ৫৫ হেক্টর জমিতে ভূট্টা আবাদ করা হয়।
উল্লেখ্য যে ভূট্টা আবাদ এ অঞ্চলে একেবারেই নতুন হওয়ায় এই যন্ত্র বিতরণ করায় কৃষকগন ভূট্টা চাষে আগ্রহী হবেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সহায়তায় চলতি মৌসুমে বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়নে পতিত যায়গায় একসাথে ২০০ বিঘা জমিতে ভূট্টা আবাদ করেছেন কৃষক লিটন সরকার, আদিত্য সরকার ও শুভাস সরকার।