Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে মত বিনিময় সভা

ধর্মপাশায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে মত বিনিময় সভা

এম এম এ রেজা পাল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামীলীগের গত সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

মত বিনিময় সভার সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন। সর্বজনীন পেনশন স্কিমে বিষয়ে উপস্থাপন করেন ধর্মপাশা সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার রাজু চৌধুরী।

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল মোতালিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, সমাজ সেবা অফিসার গিয়াস উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল হক, আনসার বিডিপির কর্মকর্তা তৌহিদ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মেহেদী হাসান, সাংবাদিক শফিক আহমেদ, তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

এই অনুষ্ঠানে মুক্তি যুদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্ত ও কর্ম চারীরা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিজীবী ছাড়া বাংলাদেশের ১৮ থেকে ৬০ বছরের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments