লন্ডন অফিস: লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ববাসীর কাছে দোয়া চাইলেন নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সংসদ সদস্য এম ইলিয়াস আলী’র ছোট ভাই এম আসকির আলী।
বাংলাপেইজে পাঠানো এক বিবৃতিতে তিনি সকলের দোয়া চান। তার বিবৃতিটি বাংলাপেইজের পাঠকদের জন্য তুলে ধরা হলো আসসালামু আলাইকুম। পবিত্র এই মহামান্বিত লাইলাতুল ‘কদর’র রাতে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা থাকবে বিশ্বমানবতার কল্যাণ এবং হেফাজতের জন্য l আল্লাহ আপনার দুআ কবুল করুন, আপনার পরিবারকে রক্ষা করুন, আমাদের সমস্ত অন্ধকারকে আলোকিত করুক, আমাদের দুঃখগুলিকে ধুয়ে ফেলুক এবং আমাদের বেদনাগুলিকে সহজ করুক। আমাদের প্রার্থনা মহান আল্লাহ কবুল করুন! দুআ সবকিছু বদলে দিতে পারে।
তাই দুআ’র জন্য বিনম্র অনুরোধ করছি একজন মজলুম ইলিয়াস আলী’র হেফাজত ও অক্ষত অবস্থায় ফিরে আসবার জন্যl এম ইলিয়াস আলী সহ গুম হওয়া মজলুম মানুষগুলোকে আপনাদের দুআ’য় শরিক রাখবেন তাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য।
বাংলাপেইজ/এএসএম