Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনশাকিবের ঠোঁটে ‘আমি একাই রাজকুমার’

শাকিবের ঠোঁটে ‘আমি একাই রাজকুমার’

শাকিব খানের সিনেমা মানেই ধামাকা। দর্শক মাতাতে এবার ঈদে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমার দুটি গান ‘রাজকুমার’, ‘বরবাদ’ প্রকাশিত হয়েছে। গান দুটি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। এবার এই সিনেমার ‘আমি একাই রাজকুমার’ গানটি প্রকাশিত হলো।

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি। পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’খ্যাত হিমেল আশরাফ।

‘আমি একাই রাজকুমার’ গানটিতে শাকিব খানের ঢালিউড রাজত্বের পুরনো বার্তা নতুন আবহে প্রতিধ্বনিত হয়েছে। এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়, গানটিতে রয়েছে দেশাত্মবোধের ছায়া। আর তাতে শাকিব খান হাজির হয়েছেন রাজকুমারের বেশে। গানটির কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী এবং গেয়েছেন শামীম হাসান।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি দেশজুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যায়।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments