Sunday, June 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়২ দফায় খুললো ১২ ফ্লাইওভার, ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা কাদেরের

২ দফায় খুললো ১২ ফ্লাইওভার, ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা কাদেরের

ঈদযাত্রায় গাড়ীর চাপ থাকলেও এবার যানজট হবে না বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের ৫টি ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে উত্তরের মহাসড়কের ফ্লাইওভারগুলো উন্মুক্তকরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। গাজীপুর ও উত্তরবঙ্গের পথে দুই দফায় মোট ১২টি ফ্লাইওভার চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।এ কে ঘরমুখো যাত্রীদের জন্য ঈদ উপহার হিসেবে দেখছেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি আশা করেন, এতে যানজট আগের চেয়ে কমবে। মানুষ দুর্ভোগ ছাড়াই ঈদে বাড়ি যেতে পারবে।

বান্দরবানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশাবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কুকি চিনের পেছনে বাইরের সাপোর্ট আছে বলে মনে করি না। তবে সীমান্তের বিচ্ছিন্নতাবাদীদের সাথে যোগাযোগ থাকতে পারে।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments