লন্ডন অফিস: লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও কাউন্সিলার আয়াস মিয়ার পিতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসাইন এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে বাংলাপেইজ পরিবার।
বুধবার ইস্ট লন্ডন মসজিদে বাদ যোহর জানাযার নামাজে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন। পরে তাকে মেনর পার্কের উডগ্রেঞ্জ পার্ক কবর স্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বৃহস্পতিবার ৯৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই মোল্লাবাড়ি।
এদিকে বিশ্বনাথ এইড ইউকে ট্রাস্টি কাউন্সিলার আয়াস মিয়ার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ এইড ইউকে সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্রেজারার বখতিয়ার খান। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
বাংলাপেইজ/এএসএম