Tuesday, September 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবুধবার ভাইরাল হয়েছে তিনটি নিউজ

বুধবার ভাইরাল হয়েছে তিনটি নিউজ

বাংলাপেইজ ডেস্ক: দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোর মধ্যে বুধবার (৩ এপ্রিল) তিনটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ‘ব্যাংক ম্যানেজার-নিরাপত্তারক্ষীকে অপহরণ করে দুই কোটি টাকা লুট’ শিরোনামে সংবাদটি।

যমুনা টেলিভিশন প্রকাশিত খবরে জানা গেছে, বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ব্যাংকের ঐ শাখার ম্যানেজার নিজাম উদ্দিন ও নিরাপত্তারক্ষীকে অপহরণের পাশাপাশি প্রায় দুই কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সময় নিউজ প্রকাশিত ‘খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ আগুন’ শিরোনামের সংবাদটি। এতে বলা হয়, খুলনার রূপসা উপজেলায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বেসরকারি পাটকল ‘সালাম জুটমিলে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। অগ্নিকাণ্ড সূত্রপাতের প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তৃতীয় অবস্থানে রয়েছে সময় নিউজ প্রকাশিত ‘গুলি করে হত্যার পর আবারো বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে বিএসএফ’ শিরোনামের সংবাদটি। এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে আবারো সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments