এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এর আয়োজন করে ধর্মপাশা উপজেলা প্রশাসন।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান এর সভাপতিত্ব করেন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, প্রাণী সম্পদ অফিসার উৎপল কুমার সরকার, সমবায় অফিসার শরিফ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, জনস্বাস্থ্য অফিসার মেহেদী হাসান, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ,চয়ন কান্তি দাস, এনামুল হক এনি, আরিফ খান, শহিদুল ইসলাম শাহিন, রবি মিয়া, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মজুমদার, প্রমুখ।