Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ঈদ আনন্দ মিলেমিশে উপভোগ করতে দেশবাসীকে রাষ্ট্রপতির আহ্বান

ঈদ আনন্দ মিলেমিশে উপভোগ করতে দেশবাসীকে রাষ্ট্রপতির আহ্বান

ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে দেশ ও বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বঙ্গভবনে ক্রেডেন্সিয়াল হলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। বলেন, এ বছর এমন একটা সময়ে ঈদ উদযাপন হচ্ছে যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাচ্ছে। যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে।

এ সময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বঙ্গবভনে এবার ১৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও তার সাথে ছিলেন।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments