Monday, April 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঝিনাইদহে চড়ক পূজাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত

ঝিনাইদহে চড়ক পূজাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত

ঝিনাইদহের শৈলকুপায় বৈশাখী উৎসবে চড়ক পূজাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে স্বাধীন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বাধীন উপজেলার ভগবান নগর গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে চড়ক পূজা ও কাদা খেলাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যাযে সংঘর্ষ হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতা শান্তি বিশ্বাসের সমর্থকদের লাঠির আঘাতে স্বাধীন আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন,  নিহত তরুণের মরদেহ মর্গে আছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments