Thursday, February 13, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বাংলাদেশ ও কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশ ও কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের সাথে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারকে সই করেছে কাতার। মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকায় সফরররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান কাতারের আমির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। বৈঠকে চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেন দু’দেশের সরকারপ্রধান।

চুক্তিগুলোর মধ্যে অন্যতম- দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন।

দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন কাতারের আমির। পরে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments