লন্ডন অফিস: লন্ডনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীদের সেবারমান ভাড়ানোর জন্য স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি এয়ারপোর্টে হয়রানী বন্ধে আলাদা লাইন করা হবে।
সিলেটে কার্গো চালো হচ্ছে না দূর্নীতির কারণে উল্লেখ করে তিনি বলেন, এয়ারপোর্টে হয়রানী বন্ধ এবং সেবার মান ভাড়াতে কাজ করছে সরকার।
সোমবার সন্ধ্যায় লন্ডন এলিপ্যান ক্যাসেলের একটি রেস্টুরেন্টে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি(বিবিসিসিআই) সভায় সভা এ কথা বলেন।
বিবিসিসিআই সভাপতি সাইদুর রহমান রানু সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডোভার।
বিবিসিসিআই ইউকের মহাপরিচালক এএইচএম নুরুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও উপদেষ্টা শাহগীর বকত ফারুক, সাবেক সভাপতি বশির আহমেদ, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মো: মনির আহমদ,ডেপুটি ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী চৌধুরী, রেডব্রিজ মেয়র জ্যোৎস্না ইসলাম, লন্ডন বরো অফ নিউহ্যামের সিভিক মেয়র রহিমা রহমান, এনটিভি সিইও সাবরিনা হোসেন, বিসিএর সভাপতি অলি খান এমবিই, ক্যাপিটাল কিডসের চেয়ারম্যান
আব্দুল হাই ওবিই, বিবিসিসিআই এর প্রেস অ্যান্ড পাবলিকেশনের পরিচালক এম এ লাকী, বিবিসিসিআইয়ের উত্তর-পূর্ব অঞ্চলের সভাপতি মাহতাব চৌধুরী, বিবিসিসিআই পরিচালক-ফল ও সবজি আমদানিকারক সমিতির সভাপতি রফিক হায়দার, পরিচালক ও উপদেষ্টা মহিব চৌধুরী প্রমূখ।
বাংলাপেইজ/এএসএম