তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জনগণের স্বার্থে সাংবাদিকদের যেকোনো তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। তিনি বলেন, সঠিক তথ্য তড়িৎ গতিতে দেয়ার জন্য বাধ্য থাকবে- এমন মানসিকতা তৈরির জন্য তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ওরিয়েন্টেশন করবেন।
শনিবার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত।
সম্পাদক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, পরিবেশ রক্ষায় কাজ করা সাংবাদিকদের প্রনোদনা দিতে চায় সরকার। পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এসময়, মফস্বলে অপ-সাংবাদিকতার চর্চা হয় বেশি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। এসব ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত ও সাংবাদিকদের সুরক্ষার আহবান জানানো হয়।
আইকে/বাংলাপেইজ