Friday, October 4, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ৪০ অনূর্ধ্ব ৪০: বাংলাদেশী তরুণ পোশাক উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করে অ্যাপারেল রিসোর্সেস

৪০ অনূর্ধ্ব ৪০: বাংলাদেশী তরুণ পোশাক উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করে অ্যাপারেল রিসোর্সেস

নিজস্ব প্রতিবেদক: ২০৪১ সালের মধ্যে‘ডিজিটাল বাংলাদেশ’থেকে‘স্মার্ট বাংলাদেশ’গড়ার লক্ষ্যে এ দেশের তরুণ প্রজন্ম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, পিছিয়েনেই দেশের পোশাক উদ্দ্যোক্তারাও। রেডিমেড গার্মেন্টস (আরএমজি)-এর তরুণ উদ্যোক্তাদের এই অসামান্য প্রচেষ্টাকে সাধুবাধ জানাতে অ্যাপারেল অনলাইন বাংলাদেশ (এওবি) – ভারত ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপারেল রিসোর্সেস গ্রুপ প্রথমবারের মতো ৪০ অনূর্ধ্ব ৪০ পুরস্কারের আয়োজন করে।

গার্মেন্টস শিল্পের তরুণ-প্রজন্মদের নিয়ে ১৫ই মে ঝমকালো সন্ধ্যায় রেডিসনব্লুতে এই অ্যাওয়ার্ড শো-টি অনুষ্ঠিত হয়েছে। এতে পোশাক শিল্পের বিশিষ্ট ব্যক্তিগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণের সময় তরুণ উদ্দ্যোক্তাদের বাংলাদেশের পোশাক শিল্পকে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্ভাবনা, সংগ্রাম নিয়ে নিজেদের মনোভাব তুলে ধরে। অনেক তরুণ উদ্দ্যোক্তা জানান তাদের এই সাফল্য শুধু তাদের একার নয়, তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও। পোশাক খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তারা দেশে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রেখে যাচ্ছে।

প্রায় সকল পুরস্কার বিজয়ী সকল শীর্ষগার্মেন্টস গ্রুপের সাথে যুক্ত, যাদের মধ্যে কয়েক জন হলেন আকিবর হমান, পরিচালক, হ্যামসগ্রুপ; মাইশা আবদুল্লাহ, পরিচালক, মিতালী গ্রুপ; উসামাসর ওয়ার চেয়ারম্যান, উসামা টেক্সটাইললি।
সম্মানিত প্রতিষ্ঠাতা থেকে শুরু করে পরিচালক, যেমন উসামাসরওয়ার, চেয়ারম্যান, উসামা টেক্সটাইল লিমিটেড; আবরার হোসেন, সায়েম, সিইও, মার্চেন্টবে -কে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিজয়ীদের মধ্যে রেজওয়ান হাবিব, হেড অফ বিজনেস অপারেশন্স, ডিবিএল গ্রুপ এবং হর্ষকুমার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, সিএলওভার্চুয়াল ফ্যাশন আইএনসি-র মতো উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল পেশাদারা রয়েছেন।

তরুণ উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে, অ্যাপারেল রিসোর্সেসের পরিচালক মায়াঙ্কম হিন্দ্র বলেন, ‘আমরা পোশাকশিল্পের এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যারা শুধু মাত্র তাদের ব্যবসার বৃদ্ধি নিশ্চিত করতেই তাদের সর্বোত্তম অবদান রাখেননি বরং পুরোসা প্লাইচেইনের জন্য এক অভিনব সুযোগ তৈরি করেছেন।’

তিনি আরও বলেন যে, ‘পোশাক শিল্পকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে প্রযুক্তি সমৃদ্ধ ইভেন্টকিং বা নেটওয়ার্কিং ও নলেজশেয়ারের মতো সেমিনারের আয়োজন করার লক্ষ্যে অ্যাপারেল রিসোর্সেস সবসময় কাজ করে যাবে’।

অনুষ্ঠানটিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মোঃসিদ্দিকুররহমান, সাবেক সভাপতিবিজিএমই এএবংআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক; শেহরিয়ারবার্নি, নির্বাহী পরিচালক, ইয়েলো রিটেইল; আসিফ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান, নিউএজগ্রুপ ও সাবেক সভাপতি, ডিসিসি আইএবং শরীফ জহির, এমডি, অনন্তগ্রুপ -এর মতো সম্মানিত ব্যক্তিরা যোগ্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলেদেন এবং আশা প্রকাশ করেন যে এই ধরনের অনুপ্রেরণামূলক পদক্ষেপ তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।

অ্যাপারেল রিসোর্সেস-এর পরিচালক ভূমিকা বানসাল বলেন, আমি বিশ্বাস করি ‘এই ‘৪০ অনূর্ধ্ব ৪০’তরুণদের সামনে এগিয়ে যেতে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং পোশাক শিল্পের অভূত পূর্ববৃদ্ধি নিশ্চিত করবে, আমরা এই মর্যাদা পূর্ণ উদ্যোগের অংশীদার হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

৪০ অনূর্ধ্ব ৪০ সম্মাননাবিজয়ীদেরতালিকা:
১ খাদিজাবর্ষা এমডি এবিগ্রুপ
২ আসাদসাত্তার প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভডিরেক্টর অর্ক
৩ রেজওয়ানহাবিব হেডঅফবিজনেসঅপারেশন ডিবিএলগ্রুপ
৪ মাইশাআবদুল্লাহ, পরিচালক মিতালীগ্রুপ
৫ আশনাহক পরিচালক ইনক্রিডিবলফ্যাশনলিমিটেড
৬ মোনাজমুলইসলাম এমডি ফেব্রিকলাগবেলিমিটেড
৭ উসামাসরোয়ার চেয়ারম্যান উসামাটেক্সটাইললিমিটেড
৮ মাইনুদ্দিনআহমেদ পরিচালক ক্লিক
৯ হর্ষকুমার বিজনেসডেভেলপমেন্টম্যানেজার সিএলওভার্চুয়ালফ্যাশনইঙ্ক
১০ আকিবরহমান পরিচালক হামসগ্রুপ
১১ রেহানরহমান এমডি বিংহিউম্যানক্লোদিংবাংলাদেশ
১২ আবরারহোসেনসায়েম সিইও মার্চেন্টবে
১৩ রিজভানরিয়াসাতঅর্ক পরিচালক ফ্যাশনগ্লোবগ্রুপ
১৪ শাহআদিবচৌধুরী পরিচালক এভিন্সগ্রুপঅবকোম্পানিলিমিটেড
১৫ সামিহাআজিম এমডি শাইনেস্টগ্রুপ
১৬ তিহানমাহদীন সিওও মাহধীনগ্রুপ
১৭ ফাহিমমোশাররফ এমডি স্ট্যান্ডার্ডগ্রুপ
১৮ কাজিফাহাদ এমডি কাজিইন্ডাস্ট্রি
১৯ আসিফজসিম এমডি মেঘনাপ্যাকেজিংলিমিটেড
২০ রাকিবুলইসলামখান এমডি পাকিজাসফটওয়্যারলিমিটেড
২১ মোহাম্মদমোনাব্বেরআহমেদ পরিচালক আনোয়ারাগ্রুপ
২২ আতাউররহমানখান এমডি মেকটেক্সএশিয়ালিমিটেড
২৩ লিথিমহিউদ্দিন পরিচালক লিথিগ্রুপ
২৪ উসামামাকসুদ পরিচালক এক্সপেরিয়েন্সগ্রুপ
২৫ যারিনরশিদ পরিচালকএবংহেডঅবআরএন্ডডি টিআরযেড
২৬ মোএহসানুদ্দিনখান সিওও সোনিয়া&সোয়েটারলিমিটেড
২৭ ফারযাদঅন্তর এমডি এফটিআইগ্রুপ
২৮ সৌমিকদে ডিএমডিএবংসিইও এমইউফ্যাশনলিমিটেড
২৯ আফসানাফেরদৌসী প্রতিষ্ঠাতা আফসানাফেরদৌসি (এ এফ)
৩০ নওরীনহকঋদি সহ- প্রতিষ্ঠাতা ডার্ককাক
৩১ মাইশামাহমুদ পরিচালক ব্র্যাকইউনিভার্সিটি
৩২ রেহনুমাচৌধুরী এমডি ফিফথঅ্যালায়ান্সগ্লোবালট্রেডিংলিমিটেড
৩৩ আকিলআহাদ এমডি তারাস্পিনিং
৩৪ রাতুলদাস এমডি প্যারামাউন্টটেক্সটাইল (পিএলসি)
৩৫ এবিএমসাক্কাফ এমডি গ্ল্যামারড্রেসলিমিটেড
৩৬ হাসিনআরমান (অয়ন) পরিচালক এমবিনেটফ্যাশনলিমিটেড /এইচকেনিটফ্যাশন
৩৭ মাহিরমান্নান এমডি শাংগুটেক্সলিমিটেড
৩৮ ফাহিমফায়সাল এমডি ফারিহাগ্রুপ
৩৯ শেহরিনসালামঐশী পরিচালক বিজিএমইএ
৪০ অনুজজর্জ চিফবিজনেসঅফিসার সলভেই৮
৪১ মো. জাভেদআখতার প্রতিষ্ঠাতাএবংসিইও যাজাসফটওয়্যার
৪২ মো. শাহরিয়ার এমডি আদ জিট্রিমসলিমিটেড

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments