Tuesday, September 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশজামালগঞ্জে ৬৩টি গৃহহীন পরিবারকে ঘরের চাবি প্রদান

জামালগঞ্জে ৬৩টি গৃহহীন পরিবারকে ঘরের চাবি প্রদান

হাবিব রহমান, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপের ৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমি ও ঘর। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর তাঁর পক্ষ থেকে সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে ইউএনও মুশফিকীন নূরের সঞ্চালনায় জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)সাব্বির আহমেদ আখঞ্জি, উপজেলা চেয়ারম্যান মো.রেজাউল করিম শামীম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আকবর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী আশরাফ, উপজেলা কৃষি অফিসার মো. আলা উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন-ভীমখালী ইউপিচেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উত্তর ইউপি চেয়ারম্যান সদর প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা, সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম শাহা, মৎস্য অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিব রহমান প্রমূখ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments