Tuesday, October 1, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়অপরাধ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোতেও টাকা ঢেলেছেন বেনজীর

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোতেও টাকা ঢেলেছেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক: দেশে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের পশু আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী পরিচয় দেওয়া মো. ইমরান হোসেন। আইনের তোয়াক্কা না করে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে চারটি দেশ থেকে গরু আনছেন তিনি।

অবৈধভাবে গরু আনতে একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তোলেন ইমরান। তার ঐ সিন্ডিকেটে রয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এছাড়াও জানা গেছে, ইমরানের সাদিক এগ্রোতেও বড় অংকের টাকা ঢেলেছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

আইনের তোয়াক্কা না করে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ থেকে গরু আনছেন ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মো. ইমরান হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ থেকে বিভিন্ন জাতের গরু দেশে এনে চড়া দামে বিক্রি করছিলেন সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান। এসব গরু আনতে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেননি তিনি।

আবার যেসব জাতের গরু আমদানি নিষিদ্ধ সেসব গরুও নিয়ে এসেছেন তিনি। যদিও প্রাণিসম্পদ অধিদফতর বলছে, থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আনার সুযোগ নেই।

২০০৮ সালে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ভাঙা মসজিদের গলিতে ২০ লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন ইমরান হোসেন। বর্তমানে হাজার কোটি টাকার মালিক তিনি।

থাইল্যান্ড ও মিয়ানমার থেকে সংগ্রহের পর গরুগুলো উখিয়া হয়ে নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে নিয়ে যাওয়া হয়। পরে ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে নিয়ে আসা হয়।

জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার কারবারে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেনের সঙ্গে জড়িত প্রভাবশালী বেশকিছু ব্যক্তি। সম্প্রতি ইমরান মিয়ানমার থেকে চোরাই পথে ১২টি গরুর একটি চালান নিয়ে আসেন।

গরুগুলো থাইল্যান্ড ও মিয়ানমার থেকে সংগ্রহের পর উখিয়া হয়ে নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে নিয়ে যাওয়া হয়। পরে গরুগুলো ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে নিয়ে আসা হয়। এ কাজে তাকে সহযোগিতা করেন তারই ঘনিষ্ঠ শেখ জাফর ছোটন, নজিবুল্লাহ ও কক্সবাজারের হলুদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস।

একদিকে অবৈধ পথে চোরাকারবারির মাধ্যমে দেশে পশু আনছেন ইমরান, অন্যদিকে সংবাদ সম্মেলন করে অবৈধ পথে পশু আমদানি না করতে নিষেধ করছেন। কোরবানির ঈদের আগে এমন প্রতারণার আশ্রয় নেন তিনি।

অবৈধভাবে বিদেশ থেকে আনা এসব গরু চড়া দামে বিক্রি করছেন ইমরান। সম্প্রতি চোরাই পথে সীমান্ত দিয়ে রাজস্থান থেকে আটটি গরু আনেন ইমরান। এসব গরুর প্রতিটি ১২ থেকে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানান সাদিক এগ্রোর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মহিদুল ইসলাম।

অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশকিছু গরু সাবেক আইজিপি বেনজীর আহমেদের খামারেও পাঠান ইমরান। সাদিক এগ্রোতে বেনজীরের নিয়মিত আসা-যাওয়া ছিল।

এমনকি সাদিক এগ্রোতে বেনজীর আহমেদের বড় অংকের আর্থিক বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে।

সাদিক এগ্রোতেও টাকা ঢেলেছেন বেনজীর

খোঁজ নিয়ে আরো জানা গেছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটি প্রস্তুত করে দেন ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশকিছু গরু বেনজীরের খামারেও পাঠান ইমরান। সাদিক এগ্রোতে বেনজীরের নিয়মিত আসা-যাওয়া ছিল। এমনকি সাদিক এগ্রোতে বেনজীর আহমেদের বড় অংকের আর্থিক বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠেন ইমরান। অভিযোগ রয়েছে, চোরাচালান বিষয়ে অন্য কোনো খামারের মালিক বা সংশ্লিষ্ট কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিতেন ইমরান। এজন্য অনেকে মুখ বন্ধ রেখেছেন।

সাদিক এগ্রোর কয়েকজন কর্মী জানান, বিদেশ থেকে আনা গরুর বেশিরভাগই রাখা হয় আমিনবাজার এলাকায় সাদিক এগ্রোর আরেকটি খামারে। সেখান থেকে সুযোগ বুঝে নেয়া হয় বিভিন্ন খামারে।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠেন ইমরান। চোরাচালান বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেন তিনি।

প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক ডা. মো. মাহবুবুল আলম ভূঞা বলেন, আমার জানা মতে গত পাঁচ বছরে থাইল্যান্ড থেকে গরু আমদানির কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেনের থাইল্যান্ড থেকে চোরাই পথে আটটি গরু আনার প্রমাণের কথা বললে তিনি এ বিষয়ে আর কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

অনুমোদন ছাড়াই গরুর ব্যবসা
২০২১ সালে ১৮টি আমেরিকান ব্রাহামা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করেন ইমরান। গরুগুলো প্রথমে ঢাকা কাস্টমস আটকের পর প্রাণিসম্পদ অধিদফতরের সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়।

পরে রহস্যজনকভাবে গরুগুলো চলে যায় ইমরানের দখলে। গত ঈদুল আজহার আগে ব্রাহামা জাতের গরু বিক্রি করে সারাদেশে তোলপাড় সৃষ্টি করেন ইমরান। এসব গরু বিক্রিতে যেমন কোনো অনুমোদন ছিল না, তেমনি দেশে ব্যক্তি পর্যায়ে ব্রাহামা জাতের পশু পালনেরও অনুমতি নেই। কিন্তু আইন ও নিয়মের তোয়াক্কা না করেই ইমরান এসব গরুর ব্যবসা করেছেন।

২০২১ সালে ১৮টি আমেরিকান ব্রাহামা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করেন ইমরান। গরুগুলো প্রথমে ঢাকা কাস্টমস আটকের পর প্রাণিসম্পদ অধিদফতরের সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। পরে রহস্যজনকভাবে গরুগুলো চলে যায় ইমরানের দখলে।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জাতীয় প্রাণিসম্পদ উন্নয়ন নীতিমালার আলোকে যেসব গরুর জাত পালনের অনুমতি আছে সেখানে ব্রাহামা জাতের কোনো অনুমোদন নেই। ফলে এই জাত পালনের কোনো অনুমোদন আমরা দেইনি।

কিন্তু অবৈধভাবে আনা ব্রাহামা গরুগুলো ছিল প্রজনন অনুপযোগী। ফলে নিয়ম অনুসারে এসব প্রজনন অনুপযোগী গরু খামারিদের সংগঠনের কাছে হস্তান্তর করা হয়। কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। কিন্তু ইমরান কৌশলে এসব গরু নিজের নামে নিয়ে নিয়েছেন। আবার এসব গরু বাজারেও বিক্রির খবর এসেছে।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর অবৈধ খামার উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেই সময় থেকেই লাপাত্তা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমরান হোসেন।

এ কারণে চোরাই পথে গরু আমদানি ও বেনজীর আহমেদের বিনিয়োগের বিষয়ে তার মোবাইল ও হোয়াটসআপে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments