ক্রীড়া ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। শুক্রবার স্টুটগার্ট অ্যারেনায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচটি গড়িয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে স্প্যানিশরা।
ম্যাচটিতে স্পেনের হয়ে একটি করে গোল করেন দানি ওলমো ও মিকেল মরিনো। জার্মানির হয়ে একটি গোল করেছেন নিকলাস ফুলক্রুগ।
ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে ওঠে স্পেন। তবে পেদ্রির নেয়া শটটি রুখে দেন নয়্যার। এর মিনিট তিনেক পরেই পেদ্রিকে ফাউল করেন টনি ক্রুস। সেই আঘাতে ম্যাচের অষ্টম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে মাঠে আসেন দানি ওলমো।
ম্যাচের ২১তম মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। জসুয়া কিমিচের ক্রুস থেকে কাই হাভার্টজের বক্সের মধ্য থেকে হেড অবশ্য ফিরিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন।
খেলার ৩৫ মিনিটে স্পেনের হাভার্টজকে গোল করতে দেননি নুয়্যার। ৩৯তম মিনিটে দানি ওলমো আর ৪৫তম মিনিটে ইয়ামালের শটও আটকে দেন জার্মান গোলরক্ষক। এতে গোলশূন্য ড্র-যে বিরতিতে যায় দুই দলই।
দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে দানি ওলমোর গোলে ম্যাচে গতি ফেরে। লিড নেয় স্পেন। স্কোরলাইন দাঁড়ায় ১-০। পিছিয়ে পড়ে সমতায় ফেরানোর চেষ্টা করেছিল জার্মানি। স্পেনের রক্ষণভাগে ভাগে কয়েকদফা আক্রমণ চালিয়েছে তারা। খেলার ৮৮ মিনিটে জার্মানি সমতায় ফেরান ফ্লোরিয়ান ভির্টজ। জটলার মাঝে জশুয়া কিমিখের হেড থেকে বল পেয়ে ভলিতে গোল করেন ফ্লোরিয়ান ভির্টজ। তাতে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১।
নির্ধারিত সময়ে ফলাফল না আসলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ১১৯ মিনিট, তখনই আবার স্কোরশিটে পরিবর্তন। সেই দানি ওলমোর অবদান মিশে থাকল এবারেও। দুর্দান্ত এক ক্রস। আর তাতে মাথা ছুঁয়ে গোল পেলেন মিকেল মোরেনো। লিড পেলো স্পেন। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে শেষ চারে পা রাখে স্প্যানিশরা। অন্যদিকে হেরে আসর থেকে বিদায় নিলো জার্মানরা।
বাংলাপেইজ/এএসএম