Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবাংলাদেশ ভ্রমণে শিথিল করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ভ্রমণে শিথিল করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানায়। তবে এবার বাংলাদেশ ভ্রমণে ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কবার্তা শিথিল করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জা‌নি‌য়ে‌ছে মা‌র্কিন পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলার অ্যাফেয়ার্স জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষে‌ত্রে সর্বশেষ তথা লাল তালিকা থে‌কে তৃতীয় স্তরে নামিয়ে আনা হয়েছে। ত‌বে সাম্প্রদায়িক সহিংসতা, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম পার্বত্য এলাকায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় ভ্রমণ এড়িয়ে চলুন।

যদিও সহিংস সংঘর্ষ বেশিরভাগই বন্ধ হয়েছে। তবে অবস্থার দ্রুত অবনতি হতে পারে। এর আগে ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারির কথা জানায়। সে অনুযায়ী মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments