Tuesday, November 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ‘চ্যালেঞ্জ মোকাবিলায় জামায়াতের দায়িত্বশীলদের প্রস্তুত’

‘চ্যালেঞ্জ মোকাবিলায় জামায়াতের দায়িত্বশীলদের প্রস্তুত’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদের জন্য শুধু এককালীন অনুদান নয়, বরং তাদের পরবর্তী প্রজন্ম যাতে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারে তার জন্য যা যা করা দরকার তার সবটাই সরকারকে করতে হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় ১৫নং স্টাফ কোয়ার্টার অডিটোরিয়ামে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বসে থাকতে পারে না। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা এবং আহতদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে। আহতদের চিকিৎসায় সহযোগিতাও অব্যাহত থাকবে।

তিনি সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা ও প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments