Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদব্রিটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক ও সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর...

ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক ও সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী জানাজা সম্পন্ন

লন্ডন অফিস: জনপ্রতিনিধি , রাজনীবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বৃটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক ও সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে গার্ডেন অফ পিচ কবরস্থানে দাফন করা হয়। গত ১৭ জানুয়ারী শুক্রবার ভোর ১টা ২০ মিনিটে লন্ডনের হুইপস ক্রস হাসপাতালে সাবেক এ স্কুল গভর্নর ইন্তেকাল করেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ভাই ,দুই ছেলে ,চার কন‍্যা ও অনেক নাতি নাতনী রেখে গেছেন ।তিনি ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদির চৌধুরী সিংকাপনী (রঃ) এর দ্বিতীয় ছেলে ।

তিনি রেডব্রিজ কাউন্সিলের ওয়ানস্টেড লেইনে বসবাস করতেন ।মরহুমের গ্রামের বাড়ি ছিল-মৌলভীবাজার উপজেলার ঐতিহ‍্যবাহী সিংকাপন গ্রামে ।তিনি ১৯৫৯ সালে যুক্তরাজ‍্য আসেন ।ক‍্যাটারিং ও ট্রেভেলস ব‍্যবসার সাথে তিনি জড়িত ছিলেন ।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডঃ এনামুল হক চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক স্পিকার ও কাউন্সিলার শাফি আহমদ, কাউন্সিলার ওহিদ আহমদ, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সাইদুর রেনু, বাংলা পোস্টের চেয়ারম্যান শেখ মোহাম্মদ মফিজুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদির ছালেহ, ড. এম এ আজিজ, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারী এ কে এম শহীদুর রহমান ,মাওলানা রফিক আহমদ ,কবি আতাউর রহমান মিলাদ ,কবি শিহাবুজ্জামান কামাল ,ফুল্লী ওসমানী ইন্টারন্যাশনেল এয়ার পোর্ট ক‍্যাম্পেইন কমিটির সদস্য সচিব এমএ রব, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক শাহ সেরোয়ান মোহাম্মেদ কামালী, আরাফাত নিউজের সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রাজনীতিবিদ আশিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ও এম এ মান্নান ,মুফতি সালেহ আহমদ ,মাওলানা ফারুক হোসেন ,কমিউনিট সংগঠক শাব্বির আহমদ কাওসার ,আলহাজ্ব নুর বক্স ,প্রভাষক আব্দুল হাই ,বাংলা পোষ্টের উপদেষ্টা আব্দুল জলিল ,প্রভাষক জয়নাল আবেদীন ,জমির উদ্দিন আহমদ প্রমুখ ।

উল্লেখ্য -গত ৭ই জানুয়ারী মরহুমের স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ লণ্ডনে ইন্তেকাল করেন ।

বাংলাপেইজ/এএসএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments