Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের নিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস

ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের নিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি: গেলো কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে নানা পোস্ট ঘুরে বেড়াচ্ছে। এবার সামাজিক যোগাযোগে মাধ্যমের পোস্টের বিষয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব খুঁটির উপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ও বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব শুধু বিনোদনের খোরাক যোগায় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।

সারজিস বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গত ৫ আগস্টে প্রমাণ করে দিয়েছেন যে তারা ছাগলের উত্তরসূরি। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবান। এ দেশের মানুষ তাদের পাত্তা দেয় না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্পিরিটকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি এই গুজবগুলোকে পাত্তা দিলে, আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments