Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার নিন্দা

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার নিন্দা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা, নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলেন, আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ী শিক্ষকদের ওপরে পুলিশি হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সোমবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল যেভাবে নারী শিক্ষক ও বয়োজ্যোষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়ে যে নির্যাতন চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।

তিনি বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জনদাবিতে পরিণত হয়েছে। আগামী দিনে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে। বিবৃতিতে শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করে ক্লাস রুমে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments