Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজাতীয় পার্টি থেকে বাবুলের পদত্যাগ

জাতীয় পার্টি থেকে বাবুলের পদত্যাগ

সিলেট ব্যুরো: জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ছাত্র-জনতার আন্দোলনের সময়ে জাতীয় পার্টির ভূমিকা যথাযথ ছিল না বলে দাবি করেন। তার দাবি অনুযায়ী, গত ১৭ আগস্ট দলের চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। যদিও প্রায় পাঁচ মাস পর তিনি বিষয়টি গণমাধ্যমকে জানালেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘২০২৪ সালের ২০ জুলাই আমি ব্যাবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করি। লন্ডনে অবস্থানকালীন সময়ে বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে ছাত্রসমাজের ১ জুলাই ২০২৪ থেকে ৪ দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি। সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার এই আন্দোলন প্রতিহত করার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংঘটিত করে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments