Saturday, June 14, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসম্পাদকের বিরুদ্ধে মামলা বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ

সম্পাদকের বিরুদ্ধে মামলা বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক: দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভী। আজ মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

কোনো গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এই ধরনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রোববার (‌১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মামলা করা হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই কায়দায় মামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি।

এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউজে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments